উল্টাছড়ি ইউনিয়নে পুষ্টি বিষয়ক মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন পরামর্শ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি (খাগড়াছড়ি) : লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন ( LEAN) প্রকল্পের সহযোগীতায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন পরামর্শ ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
৬ জানুয়ারী ২০২১ বুধবার সকালে উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ইউপি চেয়ারম্যান বিজয় চাকমার সভাপতিত্বে লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (LEAN) প্রকল্পের উপজেলা কো- অর্ডিনেটর ডরথি চাকমার সঞ্চালনায় উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা নিমাই নাথ, উপজেলা ফ্যাসিলেটর (LEAN) স্মরণিকা চাকমা,স্বর্ণা চাকমা, ২৪৬ নং ছোট পানছড়ি মৌজার হেডম্যান জগদীশ রোয়াজা, ইউ পি সদস্য ফজলুর রহমান,রিপন মিয়া,আবুল হাসেম, শিবু জয় ত্রিপুরা, শ্যামল কান্তি খীসা, ,ছোলেমা বেগম, আসমা বেগম, শান্তি জীবন চাকমা, এলএসপি প্রতিনিধিগন,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ইউপি চেয়ারম্যান বিজয় চাকমাকে সভাপতি ও ২৪৬ নং ছোট পানছড়ি মৌজার হেডম্যান জগদীশ রোয়াজাকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।