উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, উখিয়া,কক্সবাজার :
জেলার উখিয়া উপজেলার থাইংখালী আশার পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
১৮ অক্টোবর ২০২৪, শুক্রবার ১১ টায় উপজেলার থাইংখালী আশার পাড়া নামক এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ভুলু (৩৫) উখিয়া উপজেলার থাইংখালী বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ও ফজল আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। তিনি জানান, নিহত নুরুল ইসলাম নিজ বাড়ির ছাদে পানির ট্যাংক পরিষ্কার করার সময় ভুলবশতঃ বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা মারা যান।
উখিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহতের খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন।
তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কোর্টের অনুমতির জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করতে বলা হয়েছে। কোর্টের অনুমতি পেলে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হবে।