ঈদুল আযহা উপলক্ষে পানছড়িতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা প্রদান
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি : পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মাঝে ঈদ-উল আযহা উপলক্ষে ভিজিএফ খাদ্য শষ্য চাউল বিতরণ করা হয়েছে।
৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার সকাল থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয়ের আয়োজনে পানছড়ি উপজেলার ৫ ইউনিয়নে ৮৬৬৭ জনকে এ খাদ্যশষ্য দেওয়া হয়। তন্মধ্যে ১ নং লোগাং ইউপিতে ১৮৪৮ জন,২ নং চেঙ্গী ইউপিতে ১৩২৯ জন,৩ নং পানছড়ি সদরে ২৬৪৫ জন ,৪নং লকিবান ইউপিতে ১৪৭৮ জন ও ৫ নং উল্টাছড়ি ইউপিতে ১৩৬৭জন কে ২০২২-২০২৩ অর্বছরের মানবিক সহায়তা কর্মসুচির আওতায় ঈদ-উল আযহা উপলক্ষে বিনামুল্যে ভিজিএফ খাদ্য শষ্য ১০ কেজি হারে চাউল বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা,আহির উদ্দিন ও আনন্দ জয় চাকমার সাথেে আলাপকালে বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেন। সে জন্যই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ অসহায় সকল সম্প্রদায়ের মাঝে ভিজিএফ চাল দিয়েছেন। আমরা ইউপি চেয়ারম্যানগন সদস্য- সদস্যাগনের মাধ্যমে প্রতিটি গ্রামের অসহায় দুস্থঃদের বাছাই করে ভিজিএফ এর চাল প্রদান করেছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল থেকে সকল ইউনিয়নের দুস্থঃদের মাঝে চাল বিতরণ মনিটরিং করা হয়েছে। এছাড়াও ইউপি চেয়ারম্যানগনকে সুষ্ঠ ও সুন্দর ভাবে চাল বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।