ইসলামী আন্দোলন গুইমারা উপজেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত

গুইমারা, খাগড়াছড়ি :
ইসলামী আন্দোলন বাংলাদেশ গুইমারা উপজেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ বিকালে গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে উপজেলা সভাপতি মোঃ মাগফার হোসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশে উপদেষ্টা মাওলানা সানাউল্লাহ নুরী মাহমুদী বিশেষ অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ।
ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলার আমির ডাক্তার রফিকুল, নায়েবে আমির মোস্তাফিজুর রহমান, মিডিয়া সম্পাদক আবু বকর, জাতীয় নাগরিক পাটির গুইমারা উপজেলা আহবায়ক শেখ মোঃ রাসেল অংশ নেন।
এসময় গুইমারা উপজেলার ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও ধর্মপ্রান মুসলমানগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মুসলিম উম্মা সহ দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।