ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় ফেনীকে হারিয়ে শুভ সুচনা খাগড়াছড়ির

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫ টুর্নামেন্টে ফেনী জেলাকে ১৬৭ রানে হারিয়ে শুভ সূচনা করলো খাগড়াছড়ি অনুর্ধ্ব-১৬ জেলা ক্রিকেট দল।
খাগড়াছড়ির অধিনায়ক কাউসার আহমেদ টসে জিতে প্রথমে ব্যাটিং সিদ্ধান্ত নেয়। কাউসারের ব্যাটিং দৃঢ়তায় খাগড়াছড়ি ৪৬ ওভারে ২২৭ রানে সবক’টি উইকেট হারায়। কাউসার ১২১ বলে ১০৮ রান করে খাগড়াছড়ি জেলার পক্ষে ১ম শতক হাঁকান।
জবাবে ফেনী জেলা মনন চাকমা বা’হাতি ঘুর্ণিতে ২৭.৩ ওভারে মাত্র ৮০ রানে অলআউট হয়। মনন চাকমা ২ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার করেন।
চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে ডাবল লীগ পদ্ধতিতে ফেনী, নোয়াখালী ও খাগড়াছড়ি জেলার মধ্যে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ,দলের ম্যানেজার মাদল বড়ুয়া ও জেলা কোচ মুজাহিদ বাবু দলের সঙ্গে রয়েছে।
বিশাল এই জয়ে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এডহক কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ, সদস্য মো. নজরুল ইসলাম, আনিসুল আলম আনিক ও জ্যোতিষ বসু ত্রিপুরা খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।