ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে গুলির ঘটনায় প্রতিবাদ মুখর খাগড়াছড়ি

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহকে গণসংযোগ চলাকালে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি।
১৩ ডিসেম্বর ২০২৫ ,শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের ব্যানারে প্রতিবাদ মিছিল বের করে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান এবং জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ প্রমুখ।
সভাপতির বক্তব্যে সারাদেশে সন্ত্রাসী অভিযোগ তুলে বলেন,কার্যক্রমের ওয়াদুদ ভূঁইয়া বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিএনপি-র মনোনীত প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে। গত ১৭ বছর ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে গুজবে কান না দেওয়ার এবং সন্ত্রাসীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ থেকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।




