খেলাধুলাসারাদেশ

আলেমন নেছা প্রিপারেটরী এন্ড হাই স্কুলে ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ :
উপজেলার উত্তর কামারগাঁওয়ে আলেমন নেছা প্রিপারেটরী এন্ড হাই স্কুলে ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৮ জানুয়ারি ) শফিকুর রহমানের তত্ত্বাবধানে উৎসব মুখর পরিবেশে ২৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত আলী।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ইউসুফ রানা।

 

 

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষক অধীর রাজবংশী । এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

 

অনুষ্ঠানে ওপেন কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওকাব)-এর সভাপতি আব্দুল লতিফ মিয়া, বিসমিল্লাহ কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আবুল কালাম শিকদার। মিরাজ হোসেন তানিন, সুমন মৃধা, আব্দুল আজিজ, এম দেলোয়ার হোসেন রিজভী, মোঃ নাছির উদ্দীন ও মোঃ বিল্লাল ফকিরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button