আলী কদমে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে কৃষি উপকরণ বিতরণ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, আলী কদম, বান্দরবান:
আগস্ট ২০২৩ এ চট্টগ্রাম বিভাগে ভয়াবহ যে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোতে কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বান্দরবান জেলার আলীকদম উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নেও এসব সহায়তা বিতরণ করা হয়।
১১ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সকালে আলীকদম উপজেলা কৃষি অফিস সংলগ্ন মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী উপস্থিত থেকে এসব কৃষি সহায়তা বিতরণ করেন।
জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড এবং স্পেশাল ফান্ড ফর ইমার্জেন্সি অ্যান্ড রিহ্যাবিলিটশনের আর্থিক সহায়তায় এফএও পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের আলীকদম উপজেলাতে (১৮০৬) এক হাজার আটশত ছয় জন ক্ষুদ্র কৃষকের মধ্যে ধানের বীজ, ১২ ধরনের সবজির বীজ, সার, কোদাল, পানির ঝাঁঝরি এবং বীজ/ধান সংরক্ষণের সাইলো বা ড্রাম বিতরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, থানা অফিসার ইনচার্জ খন্দকার তবিদুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রান্তিক কৃষক কৃষানি উপস্থিত ছিলেন।