Breakingখেলাধুলাবান্দরবানসারাদেশ

আলীকদম সেনা জোনের সম্প্রীতির ফুটবল টুর্নামেন্ট

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আলীকদম ,বান্দরবান :
পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে আলীকদম সেনা জোনের উদ্যোগে এক সম্প্রীতির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

২ ডিসেম্বর ২০২৪, সোমবার আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করে আলীকদম উপজেলা ফুটবল দল এবং লামা উপজেলা ফুটবল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আলীকদম উপজেলা দল লামা উপজেলা দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন খেলার প্রধান অতিথি আলীকদম সেনা জোনের উপ অধিনায়ক মঞ্জুর মোরশেদ।

 

এ সময় উপস্থিত ছিলেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন, কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, আলীকদম খুইল্ল্যা মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস মিয়া এবং আলীকদম উপজেলা ক্রীড়া সংগঠক মোঃ রেজাউল করিম, বাংলাদেশ বেতার আলীকদম সংবাদদাতা মোঃ শাহ আলম।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত আরিফুল ইসলাম এবং সেরা গোলরক্ষক মোঃ জাহিদকে বিশেষ সম্মাননা পুরস্কৃত করা হয়।

আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, এই ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। একই সঙ্গে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার মাধ্যমে সুস্থ জীবন ধারায় উদ্বুদ্ধ করাও এই আয়োজনের উদ্দেশ্য।

Related Articles

Back to top button