পার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

আলীকদমে ম্রো ছাত্রাবাসে ক্রীড়া সামগ্রী বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আলীকদম , বান্দরবান : জেলার আলী কদমে মুরুং কল্যাণ ছাত্রবাসে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান, পিএসসি।

শনিবার ২৬ নভেম্বর বিকেলে আলীকদম জোনের অধিনায়ক স্ব -পরিবারে ছাত্রাবাসটি পরিদর্শন করেন। এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ম্রো সম্প্রদায়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের লেখাপড়া, থাকা খাওয়ার বিষয়ে নানান সুবিধা-অসুবিধার কথা শোনেন।

 

ছাত্রবাস পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ কালে জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান, পিএসসি বলেন, মুরুং জনগোষ্ঠীর শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে সেনা জোন কাজ করে যাচ্ছে।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হলে পাহাড়ে শিক্ষার আলো জ্বালবে। স্কুলজীবন শেষ করে কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ভাল চাকরি করে যখন নিজের যোগ্য স্থানে বসবে, তখন আমি তথা আলীকদম জোন সার্থক হবে।’

 

Related Articles

Back to top button