দুর্ঘটনাপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

আলীকদমে বেপরোয়া টমটমের ধাক্কায় ঝড়ে গেলো শিশুর প্রাণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আলীকদম , বান্দরবান :
আলীকদমে অদক্ষ বেপরোয়া টমটমের ধাক্কায় অকালে ঝড়ে গেলো পান বাজারস্থ ওয়ামি একাডেমির শিশু শ্রেণীর ছাত্র মোঃ আদিল ( ০৫ ) মৃত্যু বরণ করেছেন।

 

১৯ মার্চ ২০২৪ মঙ্গলবার ওয়ামি একাডেমি ছুটি হওয়ার পর বাসায় ফেরার পথে আলীকদম সদর ইউনিয়ন এর সিলেটি পাড়ার ৫নং ওয়ার্ডের মৃত্যু আব্দুল বারেকের ছোট ছেলে মোঃ আদিল ( বয়স ০৫ ) কে পিচনে থেকে বেপরোয়া গতিতে আসা টমটমের ধাক্কা দিয়ে আহত করে। আহত আদিলকে সাথে সাথে আলীকদম সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা খুবই খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চকরিয়া ম্যাক্স হসপিটালে নেওয়া হয়।

 

অনেক চেষ্টা করেও শিশু আদিলকে বাচানো গেলোনা, অবশেষে শিশু আদিলকে কর্তব্যরত ডাঃ মৃত্যু ঘোষণা করেন।

 

উল্লেখ্য এর আগে ও অদক্ষ বেপরোয়া টমটম চালকের কারণে আলীকদমে অনেকজন প্রাণ হারান এবং পঙ্গুত্ব বরণ করেন।

 

ঘাতক টমটম চালকের নাম মোঃ রুবেল, পিতাঃ নুর হোসেন মাঝি, ঘোনা পাড়া, আমতলী, ৩নং ওয়ার্ড আলীকদম সদর ইউনিয়ন।

 

আলী কদমবাসীর দাবি এই বেপরোয়া টমটম চালকদের লাগাম টেনে ধরা এবং আর কোন শিশু বা মানুষের যেন মৃত্যু না হয় তার জন্য প্রশাসনের কঠোর নজরদারি করার দরকার। নিহত আদিলের পরিবারের সাথে যোগাযোগ কার হলে তারা কোন মামলা করবেন না বলে জানান।

 

আলীকদম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নিহতের পরিবার মামলা না করায় মামলা নেওয়া হয়নি। তিনি জানান টমটম চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর যেন কোন দূর্ঘটনা না হয় সে ব্যাপারে টমটম মালিক সমিতির সভাপতি কে ডেকে কঠোরভাবে বলে দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button