আন্তর্জাতিক নারী দিবসে থানচিতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি , বান্দরবান :
প্রত্যেকটি কাজের ক্ষেত্রে নারীদের ভূমিকা অপরিহার্য রয়েছে। বর্তমান দেশের প্রেক্ষাপট লক্ষ্যে করলে স্পষ্ট দেখা যায় দেশ চালাচ্ছেন নারীরা। তাছাড়া নারীদের অধিকার আছে স্বাধীনভাবে কথা বলা ও চলাফেরা করা। নারীদের অবদান না থাকলে কোন কিছুই করা সম্ভব না। তাই নারীদের প্রতিটা কাজের ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হবে।
দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের পুরুষদের নারীদের প্রতি সহনশীল হতে হবে। তাহলেই সম্ভব হবে উন্নত সমাজ গঠনের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করে তুলতে। এ সময় তিনি পুরুষদের পাশাপাশি নারীদেরকে সমান ভাবে মূল্যায়ন করার আহ্বান জানালেন আন্তর্জাতিক নারী দিবসের বক্তারা।
স্বাধীনতা ৫৩ বছরের মধ্যে প্রথমবারে মতো বান্দরবানের থানচিতে বিভিন্ন বয়সী নারীদের স্বতস্ফুর্ত অংশ গ্রহন ও আনন্দ উল্লাস উৎসব মূখর পরিবেশের বান্দরবানে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের ঙাইক্ষ্যং পাড়া নদীর ঘাটে সাংগু নদীর তীরে পাহাড়ের ক্ষুদ্র নৃ- গোষ্ঠি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান খেলা ধুলা নারীদের নৌকা বাইচ প্রতিযোগীতা আলোচনা সভা, বিজয়ীদের পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যান সমিতি ( বিএনকেএস) এর আয়োজন করেন। দাতা সংস্থা ডিয়াকোনিয়া বাংলাদেশ অর্থায়নের শুক্রবার সকালে ” নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ প্রতিপাদ্যের নৌকা বাইচ প্রতিযোগীতা অংশ নেন, বলিপাড়া ইউনিয়নের দাকছৈ পাড়া নারী উন্নয়ন সমবায় সমিতি, মংনাই পাড়া নারী উদ্যোক্তা সমিতি, ঙাইক্ষ্যং পাড়া কিশোরী উন্নয়ন সংগঠন ও ঙাইক্ষ্যং পাড়া নারী উদ্যোক্তা কল্যান সমিতি।
থানচি উপজেলা প্রথমবার নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠান হওয়া নারী উদ্যোক্তারা আগামিতে নৌকার বাইচ, সুইটার, সাতার কাটা, বাই সাইকেল, মোটর সাইকেল ড্রাইভিং, ফ্যাশন ডিজাইন,মাসরুম চাষের উপর প্রশিক্ষনের আওতায় আনার উর্ধত্বন কর্তৃপক্ষের নিকট দাবী রাখেন।
উপস্থিত থেকে নারীদের উৎসাহ দেন বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা, নারী সদস্যা গোপা চাকমা, মৌজা হেডম্যান য়ইনুপ্রু মারমা, সাংবাদিক মংবোওয়াংচিং মারমা,সহ এলাকার কারবারী গন্যমান্য ব্যক্তিবর্গ।