Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

আনন্দ উচ্ছাসে শিশুদের বরণ করলেন বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কাপ্তাই , রাঙামাটি :
প্রাক প্রাথমিক শ্রেণীতে নতুন ভর্তি হয়েছেন ইমন ত্রিপুরা, মেজবা উদ্দিন, সোবাহন এবং জয়শ্রী চাকমা সহ অনেক। তাদেরকে ফুল, বেলুন, চকলেট, কেক , পেন্সিল সহ শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নিলেন শিক্ষকরা। এই নিয়ে কোমলমতি শিশুদের মনে জেগেছে আনন্দের বান। এই আনন্দে শিক্ষক এবং শিশুরা একসাথে গাইলেন ” আমাদের দেশটা স্বপ্নপুরি, আহা কি আনন্দ আকাশে বাতাসে ” “আমরা করবো জয়” প্রভৃতি উদ্দীপনা মূলক সঙ্গীত।

 

 

১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীর শিশুদের বরণ উপলক্ষে এই আয়োজন করেন স্কুলের শিক্ষকরা। শিশু বরণ উপলক্ষে এই সময় বেলুন দিয়ে নান্দনিক ভাবে সাজানো হয়েছে প্রাক প্রাথমিক শ্রেণী কক্ষটি। অভিভাবকদের উপস্থিতিতে কেক কাটা হয়েছে এই আনন্দঘন মূহুর্তে।

 

স্কুলের প্রধান শিক্ষক নাজমা বেগম কেক কেটে এই শিশু বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় স্কুলের শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

প্রধান শিক্ষক এই সময় বলেন, আনন্দহীন শিক্ষা কোন কাজে আসে না। তাই আমরা প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশক্রমে শিশুদের আনন্দের মাধ্যমে পাঠদান করে থাকি। যাতে করে শিক্ষকদের প্রতি শিশুদের আর কোন ভয় না থাকে।

Related Articles

Back to top button