Uncategorized

আগুনে পুড়ে নিঃস্ব আনোয়ারায় ১৯ পরিবার,অগ্নিদগ্ধ পাঁচজন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আনোয়ারা , চট্টগ্রাম  :
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে আগুনে পুড়ে গেছে ১৯ পরিবারের বসতবাড়ি। রবিবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের করিম মাঝির বাড়ি প্রকাশ বড় হুজুরের পুরান বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

এতে অগ্নিদগ্ধরা হলেন মো.জামাল (৪০),তাঁর ভাই হেলাল (৩৫), জামালের মেয়ে নিহা (১৫), মেয়ে তানিয়া (৫) ও ছেলে হাসান (১০)। তাঁরা পাঁচজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এলাকাবাসি ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জীবন রক্ষা পেয়েছে এটাই অনেক কিছু। মুহূর্তের মধ্যে বাড়ির সব পুড়ে শেষ হয়ে গেল। প্রতিদিনের মতো জামাল তাঁর ঘরে ব্যাটারীচালিত অটোরিকশা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত পৌণে দুইটার সময় বিদ্যুৎ থেকে আকস্মিক আগুন ধরে গেলে কিংকর্তব্যবিমূঢ হয়ে পড়েন। মুহুর্তে একে একে পুড়ে যায় ১৯টি ঘর। ওইসময় পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন।

 

স্থানীয় রায়পুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ ইসহাক বলেন, জামালের ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে ১৮টি ঘর পুড়ে গেল আগুনে অন্ততঃ ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে একটি ঘরের নগদ ৯০ হাজার টাকাও ছিল।

আগুনে যে ১৯ পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে তারা হলেন-মো.জামাল,মাে.হেলাল,মাে. আজগর, জাহানারা বিবি, আব্দুস সাত্তার, আবুল কালাম, মনিয়া,নুরুল হক,মৃত আব্দুল হকের পারিবার, মাে.মামুন, মাে.আনিস,মাে.জসিম, মাে.কাইয়ুম, মৃত তালেব আলীর পরিবার, আবুল কালাম,মাে.ইউচুপ,জোহরা এর বসত বাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ১৯ পরিবারের বাড়িঘর,আসবাসপত্র নগদ অর্থ পুড়ে প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

 

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মংসং মারমা বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এতে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Back to top button