আখাউড়ায় প্রদীপ প্রজ্জলন করে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : প্রতি বছরের ন্যায় এবারও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চে শত শত প্রদীপ প্রজ্জলন করা হয়।
রবিবার (৫ ডিসেম্বর ২০২১ ) সন্ধ্যায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সহযোগিতায় উপজেলা প্রশাসন প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড আখাউড়া উপজেলা শাখার সভাপতি শাখায়াত হোসেন খান স্বাধিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম জিয়াউল হক খাদেমের সঞ্চালনায় আলোচনাসভা অনুষ্ঠিত। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভ’মি) মোঃ সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক মনির হোসেন বাবুল, সদস্য আব্দুল হালিম হেলাল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ জমশিদ শাহ, মুক্তিযোদ্ধা বাহার মালদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ, সহ-সভাপতি যুবরাজ শাহ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন ।
আগামীকাল ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবস। মুক্ত দিবস পালন উপলক্ষে গত কয়েক বছরের মতো উপজেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করে। সোমবার সকালে র্যালির পাশাপাশি পতাকা উত্তোলন কর্মসূচি গ্রহন করা হয়েছে। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।