চেঙ্গী দর্পন প্রতিবেদক, আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া :
চারলেন সড়ক থেকে ঈদগাহ ও মসজিদ রক্ষার দাবিতে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতীকী গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে।
২৩ অক্টোবর ২০২৩ ,সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা নাগাদ ধলেশ্বর ঈদগাহ মাঠ ও বঙ্গেরচর জামে মসজিদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় জানানো হয়, আশুগঞ্জ থেকে ধরখার হয়ে আগরতলার যাওয়ার জন্য যে চারলেন সড়ক হচ্ছে সেটি সংযোগস্থল হবে আখাউড়া স্থলবন্দরের কাছে। স্থলবন্দর এলাকায় এসে সড়কটি সোজা না নিয়ে বাঁকা করে নেওয়ায় ধলেশ^র ঈদগাহ মাঠ থাকবে না ও বঙ্গেরচর জামে মসজিদটি ভাঙা পড়বে। বিষয়টি এর আগেও নানাভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু এখনো এ বিষয়ে কোনো সুরহার কথা জানা যায়নি। কর্তৃপক্ষ চাইলে সড়কটি সোজা পথে করতে পারে।
কর্মসূচিতে অংশ নেওয়া ইদ্রিস মিয়া ও ইসমাইল মিয়া, সাদেকুল ইসলামসহ আরো অনেকে জানান, ওই দুই গ্রামসহ আশেপাশের মানুষ ঈদগাহ ও মসজিদে নামাজ আদায় করেন। নকশার সামান্য পরিবর্তন করলেই ৭৫ বছরের পুরোনো ঐতিহ্যের এ মসজিদটি সহজেই রক্ষা করা সম্ভব হবে।
ধলেশ্বর ঈদগাহ কমিটির সভাপতি, সুপ্রীম কোর্টের আইনজীবি আকছির এম চৌধুরী বলেন, ‘আমরা উন্নয়ন কাজের বিরোধিতা করছি না। আমরা বলতে চাইছে নকশার পরিবর্তন এনে মসজিদ ও ঈদগাহ মাঠটিকে রক্ষা করা হোক। ঈদগাহ ও মসজিদের পাশ দিয়ে অনেক জায়গা রয়ে গেছে যার উপর দিয়ে ফোরলেনের সড়ক গেলে বরং বাঁকা হয়ে সোজা দেখাবে।