Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
আইনশৃংখলা পরিস্থতির অবনতির আশংকায় গুইমারাতে ১৪৪ ধারা জারি

গুইমারা , খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরী হওয়ায় গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনিতির আশংকায় আজ বিকাল ৩ টা হতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে গুইমারা উপজেলাতে ১৪৪ জারি করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইরিন আকতার। ফৌজদারি কার্যবিধির ১৮১৮ মোতাবেক ১৪৪ ধারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইরিন আকতার জানান খাগড়াছড়ি জেলা সদরে অবরোধের সময়ে আইন শৃংখলা পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় জেরে গুইমারা উপজেলার কয়েকটি স্হানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।