অপহরণের শিকার আট পর্যটক,নারী সহ অপহরণকারী গ্রেফতার-৪

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে পর্যটক অপহরণের ঘটনায় এক নারী সহ ৪ জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে দীঘিনালা উপজেলার এলাকায় অভিযান চালিয়ে অপহরণ কারীদের আটক করা হয়।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান,সাম্প্রতিক ২ মার্চ রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দন পুরের বাসিন্দা মো.খলিলুর রহমান সহ ৮ বন্ধু মিলে সাজেক ভ্রমণের জন্য খাগড়াছড়িতে আসে।৩ মার্চ তারা খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে সকালে নয় মাইল এলাকায় অপহরণকারী বেলাল ও আজিবুর রহমান তাদের গতিরোধ করে একটি আম বাগানের নিয়ে যায়। সারারাত আটকে রেখে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে বিকাশ, নগদ সহ বিভিন্ন অ্যাকাউন্টে ৬ লাখ ৫০ হাজার টাকা এবং ৭০ হাজার টাকা সহ মোট ৭ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইলও অপহরণকারীরা নিয়ে নেয়। পরে অপহরণকারীরা ৪ মার্চ তাদের ছেড়ে দেয়। গতকাল ৯ মার্চ রাতে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ।
অপহরণের শিকার পর্যটকদের তথ্যানুযায়ী অভিযান চালিয়ে মো.বেলাল, মো.আজিবুর রহমান,মো.সহিদুল ও সুফিয়া বেগমকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়। আটককৃত ৪ জন সহ ৮ জনের নাম উল্লেখ করে অপহরণের শিকার মো.খলিলুর রহমান দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানায়,অপহরণের কথা প্রাথমিকভাবে স্বীকার করে জবানবন্দি দিয়েছে আটককৃতরা। ১০ মার্চ ২০২৫ , সোমবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।