অটিজমদের প্রতিভাকে বিকশিত করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে – মংসুই প্রু চৌধুরী
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও নানা আয়োজনে ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা”।
২ মার্চ ২০২৪, মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা সমাজ সেবা বিভাগের আহ্বায়ক ক্যজরি মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবেজেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী বলেন,অটিজমদেরও প্রতিভা আছে। এই প্রতিভাকে বিকশিত করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।তাদেরকে ঘরের ভিতরে আটকে রাখলে হবেনা। প্রতিভা বিকাশের জন্য তাদেরকে ঘরের বাইরে বের হতে হবে। বাইরের পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তারা আমাদেরই আপনজন। তাদেরকে কোন ধরনের অবােলা করা যাবেনা। বর্তমান সরকার অটিজমদের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অন্যান্য বক্তারা বলেন,অটিজম একটি মানসিক বিকাশ ঘটিত সমস্যা যা স্নায়ুু বা স্নায়ুতন্ত্রের গঠন ও পরিবর্ধনজনিত অস্বাভাবিকতার ফলে হয়। অটিজমের কারণে কথাবার্তা, অঙ্গভঙ্গি ও আচরণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকে আবার অনেক ক্ষেত্রে শিশুর মানসিক ও ভাষার ওপর দক্ষতা কম থাকে। তাদেরকে কোন ধরনের অবহেলা কিংবা অবজ্ঞা করা যাবেনা।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন,খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জসীম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।