৭ ফেব্রুয়ারী ২০২২ পানছড়ির ৫ ইউপি নির্বাচনের ভোট গ্রহন
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি : ৭ ফেব্রুয়ারী ২০২২ সোমবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।
সর্বশেষ ৭ম ধাপের নির্বাচনে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ এর ভোটারদের ভোট গ্রহনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহনের পুরোপুরি প্রস্তুত উপজেলা নির্বাচন অফিস ।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ ২৪ জন, মহিলা মেম্বার পদে ৫৩ জন, পুরুষ মেম্বার পদে ১৪৬ জন প্রার্থীদের মাঝে প্রতিদ্বন্ধিতা করবে। তারই ধারবাহিকতায় নির্বাচন কমিশনের নির্দশনা মোতাবেক সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য পুলিশ,আনসার ভোট গ্রহনের কাজের জন্য প্রিজাইডিং অফিসার , পুলিং অফিসার প্রয়োজনীয় ব্যালট, সিল গাম,ব্যালট বাক্স সহ সকল কিছু যথা সময়ের আগে ৬ ফেব্রুয়ারী সন্ধ্যার আগেই ৪৬ টি কেন্দ্রে পৌছানো হয়েছে।
এছাড়াও খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ ৬ ফেব্রুয়ারী সকালে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ ও আনসার বাহিনীকে সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন ব্রিফিং দেন।
রিটার্নিং অফিসার রিকল চাকমা জানান,অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ও আনসারের সহযোগীতায় দুর্গম পাহাড়ী এলাকায় জীপগাড়ি করে বেশী দুর্গম এলাকায় ট্রাক্টরে করে নির্বাচনি সামগ্রী পাঠানো হয়েছে। ৭ ফেব্রুয়ারী ২০২২ সোমবার বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহন চলবে । সকল ইউনিয়নের ফলাফল উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কন্টোল হলে প্রকাশিত করা হবে।
১ নং লোগাং ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মিলন কান্তি সাহা নৌকা, ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ফোরকান হাত পাখা, স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা আনারস, জয়কুমার চাকমা অটোরিক্সা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন। এছাড়াও ৯ ওয়ার্ডে মহিলা মেম্বার পদে ১১ জন ও পুরুষ মেম্বার পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন।
২নং চেঙ্গী ইউনিয়নে চেয়ারমান পদে আওয়ামী লীগ মনোনীত মনিন্দ্র লাল ত্রিপুরা নৌকা ,স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কালা চাঁদ চাকমা টেবিল ফ্যান, নন্দ দুলাল চাকমা ঢোল, নিহার বিন্দু চাকমা আনারস ,নব কুমার চাকমা ঘোড়া, আনন্দ জয় ত্রিপুরা মটর সাইকেল , উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা জীবন কৃষ্ণ চাকমা চশমা, রুপ বিন্দু চাকমা অটোরিক্সা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদে ১০ ও ৯ ওয়ার্ডে সাধারণ মেম্বার পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন।
৩ নং পানছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নাজির হোসেন নৌকা , স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম নয়ন মোটর সাইকেল , অসেতু বিকাশ চাকমা টেলিফোন , উচিত মনি চাকমা আনারস , শুনাংক চাকমা ঘোড়া , ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত আবু বক্কর হাত পাখা, দেবমিত্র ত্রিপুরা চশমা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদে ১০ জন ও ৯ ওয়ার্ডে সাধারণ মেম্বার পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন।
৪ নং লতিবান ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত কিরন ত্রিপুরা নৌকা , স্বতন্ত্র প্রার্থী সত্য প্রিয় চাকমা আনারস, ভুমিধর রোয়াজা চশমা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদে ১১ ও ৯ ওয়ার্ডে সাধারণ মেম্বার পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন।
৫নং উল্টাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত আহির উদ্দিন নৌকা , স্বতন্ত্র প্রার্থী- বিজয় চাকমা আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদে ৯ ও সাধারণ মেম্বার পদে ৯ ওয়ার্ডে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন।
উল্ল্যেখ্য , ১নং লোগাং ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৭ শত ৩৬ জন , ২নং চেঙ্গী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৭ শত ৭৯ জন , ৩ নং পানছড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৩ শত ৯৭ জন, ৪ নং লতিবান ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৪ শত ২৭ জন , ৫ নং উল্টাছড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৬ শত ৬১ জন , উপজেলায় ৫ ইউনিয়নে মোট ৫২ হাজার জন লোক ভোট প্রয়োগ করবেন।