Breakingজাতীয়সারাদেশ

৫২ তম বিজয় দিবসে আখাউড়ায় ৫২ পতাকা উপহার দিলো খেলাঘর

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আখাউড়া ,ব্রাহ্মণবাড়িয়া :
জেলার আখাউড়ায় ৫২ তম বিজয় দিবস উপলক্ষে ৫২টি পতাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে উপহার দিয়েেছে খেলাঘর। আখাউড়া নববন্ধন খেলাঘর কমিটি ব্যতিক্রম এ আয়োজন করে। জাতীয় দিবসে সঠিক ভাবে পতাকা উত্তোলন সহ এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেয় খেলাঘর।

 

১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার সকালে পৌর শহরের সড়ক বাজারে প্রধান অতিথি হিসাবে কর্মসূচীর উদ্বোধন করেন আখাউড়া মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ জমশিদ শাহ।

 

নব বন্ধন খেলাঘরের সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা বাহার মালদার, উপজেলা যুব লীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, নববন্ধন খেলাঘরের সাধারণ সম্পাদক জুটন বনিক, সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান সুমন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ যুবরাজ শাহ রাসেল, সাংবাদিক মাসুকুর রহমান, ইসমাইল হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেন্টু ঘোষ, পলাশ সাহা, মোহাম্মদ ইয়াছিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনকালীন সময়ে ব্যবসায়ি, নুরু মিয়া, শ্যামল সূত্রধর,দুলাল শীল, প্রদীপ দেব সহ আরো অনেকের হাতে নতুন পতাকা তুলে দেওয়া হয়।

ব্যবসায়ি নূরু মিয়া অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমাকে টাকা খরচ করে পতাকা কিনতে হতো,া সেই টাকা থেকে বেঁচে গেলাম। খেলাঘরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞা।

 

মুক্তিযোদ্ধা সৈয়দ জমশিদ শাহ বলেন, উপহার হিসেবে পতাকা পাওয়া লোকজনের অভিব্যক্তি দেখে অনেক ভালো লেগেছে। আমিও এর অংশ হতে পেরে খুব ভালো লাগছে। সব সময় খেলাঘরের পাশে আছি। মুক্তিযোদ্ধা বাহার মালদার বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে এমন একটি আয়োজনে সম্পৃক্ত হতে পেরে আমি গর্বিত। সত্যিই এটি একটি অন্যরকম উদ্যোগ। যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল বলেন, আমি মনে করি এ ধরণের উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দেওয়া দরকার।

 

আখাউড়া নববন্ধন খেলাঘরের সভাপতি বিশ্বজিৎ পাল বাবু জানান, জাতীয় দিবসে জাতীয় পতাকার অমর্যাদার কারণে অনেকের জরিমানা হয়। এক্ষেত্রে যদি কেউ এমন অমর্যাদা করে থাকে অর্থাৎ সঠিক পরিমাপের পতাকা না উড়ানো, ছেঁড়া পতাকা উড়ানো হয় তাহলে খেলাঘর তাদের হাতে পতাকা তুলে দিতে চায়।

Related Articles

Back to top button