৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড়ে তিন শতাধিক অসহায় ও দরিদ্র রোগীকে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন।
রবিবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে রামগড় ব্যাটালিয়নের আওতাধীন খাগড়াবিল বিজিবি ক্যাম্পের ব্যবস্থাপনায় ১ নম্বর রামগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম হাতির খেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসা সেবার আয়োজন করে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান। চিকিৎসা সেবা প্রদান করেন ২৩ বিজিবি জামিনি পাড়া জোনের মেডিকেল অফিসার ডা. ক্যাপ্টেন মো. আশিকুর রাহমান।
উদ্বোধনী শেষে বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, এলাকায় চোরাচালান রোধ ও কল্যাণকর কাজে জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে এই সেবা দেয়া হচ্ছে। এ ধরনের ক্যাম্প আরও করা হবে।