Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

২ মাসে  কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে   রাজস্ব আয়  ২ কোটি ২৬ লাখ টাকা 

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,কাপ্তাই , রাঙামাটি  :
দীর্ঘ চার মাস ১২ দিনের কাপ্তাই লেকে মাছ ধরা  নিষেধাজ্ঞা শেষে  রাঙামাটির কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে চলতি বছরের  গত   ৩১ আগস্ট মধ্য রাত হতে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়েছিল ।

 

কাপ্তাই মৎস্য উন্নয়ন  উপ কেন্দ্রের প্রধান মাসুদ আলম বলেন  গত ৩১ অক্টোবর  সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে  রাজস্থ আয় হয়েছে ২ কোটি ২৬  লাখ   টাকা। তিনি আরোও বলেন,  ৩১ অক্টোবর  সন্ধ্যা পর্যন্ত ১১শত মেট্রিকটন  বিভিন্ন প্রজাতির মাছ এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা বিক্রির উদ্যোশে নিয়ে গেছেন।

 

প্রসঙ্গত: কাপ্তাই লেকে  মাছের প্রজনন বৃদ্ধির জন্য রাঙামাটি জেলা প্রশাসন গত ১ মে হতে ৩১ আগস্ট পর্যন্ত লেকে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেন।

Related Articles

Back to top button