২১ আগস্ট উপলক্ষে আখাউড়ায় আলোচনা সভা ও দোয়া
আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা সেলিম ভ’ঁইয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি ড. আব্দুল্লাহ ভ’ঁইয়া বাদল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খাদেম লিটন, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন নয়ন প্রমুখ।
সভায় বক্তরা ২১ আগস্ট প্রকাশ্যে দিবালোকে গ্রেনেড হামলায় আইভী রহমান সহ আওয়ামীলীগের নেতাকমীর্দের হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানায়। সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।