Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

১৪ রোহিঙ্গা নাগরিক আটক করেছে ৫৭ বিজিবি

চেঙ্গী দর্পন প্রতিবেদক,আলীকদম ,বান্দরবান  :
বান্দরবানের আলীকদমে গোয়েন্দা সংস্থার তথ্যর ভিত্তিতে আমতলী এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন রোহিঙ্গা নাগরিক কে আটক করে ৫৭ বিজিবি।

 

৩০ নভেম্বর ২০২৪ ,শনিবার বিকালে আলীকদম সদর ইউনিয়নের আমতলী খেয়াঘাট এলাকায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি নায়েক সুবেদার আব্দুস সবুরের নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে ৩ জন মহিলা,২ জন পুরুষ ও ৯ জন শিশু সহ ১৪ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিক কে আটক করা হয়েছে।

 

আটককৃত ব্যাক্তিরা হলেন- তবিদুল্লা (৩৩) পিতা মৃত- আব্দুল মজিদ, মাতা- লায়লা বেগম,নুর আলম,পিতা মৃত্- দিল মোহাম্মদ,মাতা- তাজু বেগম ,আনচারু স্বামী- নুর আলম , ছেলে- ২ মেয়ে -১,রফিউল কাদের,পিতা মৃত্- নুর মোহাম্মদ,মাতা-মরিয়ম খাতুন,আয়েশা বেগম স্বামী রফিউল কাদের ,মেয়ে – ৩জন, আনিছ ফাতেমা স্বামী -মজি মৌল্লা ১ ছেলে, ২মেয়ে । সকলেই মায়ানমার বুচিডং এর বাসিন্দা।

 

আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আকিব জাভেদ বলেন,বিজিবি একটি টহল দল আমতলী ঘাটে অভিযান চালিয়ে ১৪ রোহিঙ্গা নাগরিক আটক করে। তাদের বিষয়ে প্রশাসনিক কার্যক্রম চলমান আছে।

Related Articles

Back to top button