Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

হালদা নদীতে নিখোঁজ যুবকের ৪ ঘন্টা পর লাশ উদ্ধার

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,ফটিকছড়ি , চট্টগ্রাম  :
ফটিকছড়ির হালদা নদীতে ডুব দিয়ে নিখোঁজ হওয়া যুবক সাহাবুদ্দিন (৩৫) এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

 

২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের তিন খালের মুখ এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার কৃত মৃত যুবকের নাম সাহাবুদ্দিন এরশাদ। সে একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কলি মিয়া সিকদার বাড়ির মো. হারুনের পুত্র।

 

স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল জানান নিহত সাহাবুদ্দিন পেশায় দর্জির কাজ করেন। সোমবার সকালে হালদা ও ধুরুং নদীর মোহনা (তিন খালের মুখ) এলাকায় জাল দিয়ে মাছ ধরতে যায়। এক সময় তার হাতের জালটি পানির নীচে আটকে গেলে ডুব দেয়। পানি থেকে দীর্ঘ সময় উঠে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে।

 

খবর পেয়ে দুপুর ১২ টার দিকে উদ্ধার কাজ শুরু করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ডুবুরী দল। দুই ঘন্টা অভিযানের পর বিকাল ৩ টার দিকে লাশ উদ্ধার হয়।

 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button