Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

হালদায় অভিযানে ভাসান জাল ও পোনা উদ্ধার

চেঙ্গী দর্পন প্রতিবেদক , হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের কালুরঘাট সেতু এলাকা, কর্ণফুলী ও হালদা নদীর মোহনার বোয়ালখালী উপজেলা তীরবর্তী এলাকা থেকে ৬ হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়েছে।

রবিবার (১৫ মে) দুপুর ৩টা থেকে বিকেল পর্যন্ত সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদরঘাট নৌ থানার এসআই মাহবুব আলম ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, কালুরঘাট সেতু এলাকা, কর্ণফুলী হালদা নদীর মোহনার বোয়ালখালী উপজেলা তীরবর্তী এলাকা থেকে ৬ হাজার মিটার সুতার ভাসান জাল, ৩০টি চিংড়ি পোনা ধরার ঠেলা জাল,১ টি পাতিল, ১০ হাজার চিংড়ি মাছের পোনা উদ্ধার করা হয়। পরে তা তাৎক্ষণিকভাবে নদীতে অবমুক্ত করা হয়।

পরে আটককৃত ‌সুতার ভাসান জাল ও ঠেলা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Related Articles

Back to top button