Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

হাতিয়াতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চেঙ্গী দর্পন ,স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর হাতিয়া উপজেলায় চেয়ারম্যান ঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম মো. আনাস (২৮) সে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ও মাছের আড়তের কর্মচারী ছিলেন।

বুধবার (৯ মার্চ) বিকেলের দিকে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলের দিকে আনাস হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকার একটি বাড়িতে বিদ্যুতের কাজ করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ওই বাড়ির লোকজন ও তাঁর স্বজনেরা তাঁকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Related Articles

Back to top button