হাটহাজারীতে সাজাপ্রাপ্ত দম্পতি আসামি আটক
চেঙ্গী দর্পন প্রতিবেদক, হাটহাজারী , চট্টগ্রাম :
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড উদালিয়া গ্রামের আকবর সওদাগর ঘাটার সাজাপ্রাপ্ত দম্পতি আসামি ধরলেন পাঁচলাইশ মডেল থানার পুলিশ।
৬ ফেব্রুয়ারী ২০২৪, মঙ্গলবার ভোর ৬টার দিকে স্বামী স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত দম্পতিরা হলেন, ওবাইদুল আকবর সিকদার ও জান্নাতুল ফেরদৌস বেগম।
সিএমপি পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ সন্তোষ কুমার চাকমা, পিপিএম (বার) বলেন, পাঁচলাইশ মডেল থানার একটি অভিযানিক দল হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড উদালিয়া গ্রামের আকবর সওদাগর ঘাটার আকবর সওদাগর এর ঘর থেকে অভিযান পরিচালনা করে ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামি ওবাইদুল আকবর সিকদার ও জান্নাতুল ফেরদৌস বেগমকে গ্রেফতার করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি (অপারেশন) মোল্লা মোহাম্মদ জাহাঙ্গীর উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের সাজাপ্রাপ্ত দম্পতি আকবর সওদাগর এবং তার প্রথম স্ত্রী জান্নাতুল ফেরদৌস বেগম কে আমাদের সহযোগিতায় গ্রেফতার করে নগরীর পাঁচলাইশ মডেল থানার পুলিশ।