হাটহাজারীতে তাফসীরুল কুরআন মাহফিল নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
হাটহাজারী ,চট্টগ্রাম :
হাটহাজারীতে তিনদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল সফল করতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে মাহফিল আয়োজনকারী আল আমিন সংস্থার নেতৃবৃন্দ।
২৭ অক্টোবর ২০২৪ ,রবিবার বিকেলে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাহফিল সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
বক্তারা বলেন, প্রতি বছর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল শুনতে সারা দেশের তৌহিদী জনতা অপেক্ষায় থাকে। অনেকে দুরদুরান্ত থেকে মাহফিলে উপস্থিত হন। যারা আসতে পারেন না তারা মিডিয়ার মাধ্যমে আলোচনা শুনে থাকেন। তাই মাহফিলের সারমর্ম তথা কুরআনের আলোচনা যাতে সকল ধর্মপ্রাণ মানুষের কাছে পৌঁছায় প্রচারের মাধ্যমে সে সহযোগিতা সাংবাদিকরা করবে এ প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দগণ। এসময় মাহফিল নিয়ে সার্বিক আলোচনা করেন সাধারণ সম্পাদক মো. আহসান উল্লাহ।
এ সময় প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি জসিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি হাবিবুল হক বিন খালেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. ওসমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল করিম, সমাজ কল্যাণ সম্পাদক ওজাইর আহমদ হামিদী, মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত ইসতিয়াক সিদ্দিকী ও নিজাম সাইদ প্রমূখ উপস্থিত ছিলেন। মাহফিল চলাকালীন যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়েও গুরুত্ববহ আলোচনা করা হয়। হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চলতি মাসের ৩০, ৩১ এবং ১ নভেম্বর এ মাহফিল অনুষ্ঠিত হবে।