Breakingকৃষিচট্টগ্রাম অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ
হাটহাজারীতে টপ সয়েল কাটায় জরিমানা ও ব্যাটারী জব্দ

চেঙ্গী দর্পন প্রতিবেদক,হাটহাজারী, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে জমির টপসয়েল কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও স্কেভেটরের দুইটি ব্যাটারী জব্দ করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন,স্কেভেটর দিয়ে আবাসিক এলাকার (বসত-বাড়ির) ২ শ গজের মধ্যে জমির টপ সয়েল কাটার অপরাধে ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ফোরকান আলম’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্কেভেটর এর দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।