হাটহাজারীতে ঝুলন্ত লাশ উদ্ধার
চেঙ্গী দর্পন প্রতিবেদক, হাটহাজারী, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে মোঃ নাজিম(৩২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বরিশাল কলোনী থেকে লাশটি উদ্ধার করা হয়। সে একই ইউনিয়নের মনসুরের পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন ও স্থানীয়রা ঝুলন্ত অবস্থা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় । পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের লাশ মর্গে পাটানো হয়েছে।
থানার উপ-পরিদর্শক মোঃ আকরামুল হক আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।