স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক আলোচনা সভা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা শিশু একাডেমি মিলনায়াতনে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা সভা ভিডিও প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।
৩১ মার্চ ২০২১ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান( প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি । তিনি বলেন স্বল্প উন্নয়ত মানে এখন থেকে আমাদের আরো দায়িত্ববান হতে হবে। এখন বাংলাদেশ আমাদের সকলের দেশ প্রেম চিন্তা নিয়ে কাজ করতে হবে।
অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম,অতিরিক্ত পুলিশ সুপার, জিনিয়া চাকমা, সিভিল সার্জেন্ট নুপুর কান্তি দাশ প্রমুখ সহ বিভিন্ন বিভাগের প্রসাশনিক কর্মকর্তাগন, সাংবাদিক ও পৌর শহরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক গণ উপস্থিত ছিলেন।