Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে নিজেদের সাংসারিক কার্যক্রম পরিচালনা করলেই সুস্থ থাকা সম্ভব- ফারহানা নাসরিন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
আধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন নিয়ম মেনে চলতে হবে। স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে নিজেদের সাংসারিক কার্যক্রম পরিচালনা করলেই সুস্থ থাকা সম্ভব। আজকের শিশু কিশোর এই প্রদর্শনীকে কাজে লাগিয়ে প্রতিনিয়তই নতুন কিছু সকলের জন্য ভালো হয় এমন কিছু তৈরী করতে হবে।

 

১৯ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার সকালে খাগড়াছড়ি জেলার পানছড়িতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন সভাপতির বক্তব্যে এ কথা বলেন।এ সময় অতিথিরা সরকারি বিভিন্ন দপ্তরের ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ( ঢাকা) এর সিনিয়র সাইন্টিফিক অফিসার মোঃ সাগিরুল ইসলাম, মোঃ সাদেকুল আজম ,পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুতোষ চাকমা, উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদদীন, উপজেলা খাদ্য কর্মকর্তা কফিল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

প্রদর্শণী মেলায় পানি বিশুদ্বকরণ ফিল্টার, রোগমুক্ত সব্জি ও ফলমুল উৎপাদন ও ব্যবহার ,সৌর ড্রায়ারের মাধ্যমে খাদ্য সংরক্ষণ প্রযুক্তি, বায়োগ্যাস ও উন্নত চুলা প্রযুক্তি, সুষম খাদ্য সিম্পরুলিনা, দুষনমুক্ত বাগান বাড়ী নির্মান,স্থানীয় তুলা থেকেে সুতি ও কাপড় তৈরী করন সহ যা লাগসই প্রযুক্তিত্বে ব্যবহার করা যায়, সে সব উপস্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে কাঁচ ও সিরামিক গবেষণা ও পরীক্ষণ ইনস্টিটিউট ঢাকা ,পানছড়ি উপজেলা কৃষি অফিস, পানছড়ি থানা, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পানছড়ি সরকারি কলেজ, উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রদর্শনী স্টলে অংশ গ্রহন করে। প্রদর্শনী শেষে শ্রেষ্ঠদের মাঝে অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

Related Articles

Back to top button