Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
সেনা অভিযানে বিদেশী সিগারেট, ঔষধ ও কাপড় জব্দ
রামগড় , খাগড়াছড়ি :
জেলার গুইমারা সেনাবাহীনির অভিযানে ৭৫ লাখ টাকা মূল্যের বিদেশী সিগারেট, ঔষধ ও কাপড় জব্দ করা হয়েছে।
১০ সেপ্টেম্বর ২০২৩ রবিবার রাত ১টার সময় গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া বাজারে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়া এসব মালামাল জব্দ করা হয়। কাভার্ড ভ্যানটি চট্টগ্রামের দিকে যাচ্ছিলো বলে জানা যায়।
নিরাপত্তা বাহিনীর সূত্র যায়, গোপন সংবাদের ভিত্তিতে জালিয়া পাড়া আর্মি ক্যাম্পের মেজর একেএম ফয়সাল এর নেতৃত্বে পরিচালিত অভিযানে জালিয়াপাড়া বাজারে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৯ কার্টুন সিগারেট, ২ কার্টুন ঔষধ ও ২ কার্টুন কাপড় জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা। জব্দকৃত এ সব মালামাল চট্টগ্রাম কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।