সীতাকুণ্ডে বিএসআরএম লোহার ডিপো থেকে বোমা সর্দৃশ বস্তু উদ্ধার
চেঙ্গী দর্পন প্রতিবেদক, সীতাকুণ্ড ,চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএসআরএম এর স্ক্রেপ লোহার ডিপো থেকে একটি বোমা সর্দৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ ।
সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়াস্হ বিএসআরএম এর একটি স্ক্রেপ লোহার ডিপোতে শনিবার সকাল দশটায় একটি মটার সেল (বোমা সদৃশ) দেখতে পায় ডিপো কর্তৃপক্ষ। এই ঘটনায় শনিবার দুপুরে সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করেন বার আউলিয়াস্হ বিএসআরএম এর লোহার ডিপোর সিনিয়র নির্বাহী (প্রশাসন) আসহাদুল আলম ।
জিডি সূত্রে জানা যায়, শনিবার ডিপোতে স্ক্রেফ লোহা বাছাই করার সময় সকাল দশটায় মটার সেলটি (বোমা সদৃশ ) দেখতে পেয়ে সাময়িক ভাবে খুব সতর্কতার সাথে (পূর্বের অভিজ্ঞতায়) নিরাপদ স্হানে সরিয়ে রাখেন কর্তৃপক্ষ । পরে সেটি নিস্ক্রিয় করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য থানায় জিডি করেন তারা । এই ঘটনা জানাজানি হলে এলাকায় আতংকের সৃষ্টি হয় ।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন , বার আউলিয়াস্হ বিএসআরএম ডিপো কর্তৃপক্ষের জিডি সূত্রে জানতে পেরে সেটি ঘটনাস্থল থেকে থানা পুলিশ উদ্ধার করেছে। বোমা ডিসপোজাল টিমের কাছে বার্তা পাঠানো হয়েছে। রবিবার বোমা ডিসপোজাল টিম আসলে বোমা সর্দৃশ বস্তুটি নিষ্ক্রিয় করা হবে।