চট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

সীতাকুণ্ডে আগুনে চার বসতঘর পুড়ে ছাই

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সীতাকুণ্ড , চট্টগ্রাম  :
চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে পুড়ে চার বসতঘর ছাই হয়ে গেছে ।

 

১৮ মার্চ ২০২৪, সোমবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মিরের হাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায় , সোমবার দুপুরে বৈদ্যুতিক তারের শর্ট থেকে আগুন লেগে সাবের আহমদ এর চারটি টিনের কাঁচা ঘর পুড়ে যায় । খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন । কিন্তু ততোক্ষণে অনেক কিছু পুড়ে অঙ্গার হয়ে যায় ।

 

সীতাকুণ্ড ফায়ার স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্হলে এসে কাজ শুরু করি । বৈদ্যুতিক শর্ট থেকে আগুন লেগেছে বলে আমরা প্রথমত অনুমান করছি । আগুনে দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে তবে চার লক্ষ টাকা মূল্যের আসবাব পত্র সহ বিভিন্ন মালামাল আমরা রক্ষা করতে পেরেছি । আগুনে সাবের আহমেদের চার পুত্র মো নুরুল আহমেদ , মো মহিউদ্দিন, মো ফারুক আলী ও মো আলী হোসেনের কাঁচা ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হন ।

Related Articles

Back to top button