Breakingসারাদেশ

সিরাজদিখানে স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) :  “হাতে হাত ধরি সুন্দর সমাজ গড়ি” এই শ্লোগান বুকে ধারণ করে ২০১৭ সালে ২৯ ডিসেম্বর ৩৩ জন সদস্যকে নিয়ে স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা যাত্রা শুরু করেন।এ স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ এর নির্বাচন ২০২০ সম্পন্ন হয়েছে।

শুক্রবার ২ অক্টোবর সকাল ৯ ঘটিকায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর বাজার শপিং সেন্টারের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং বালুচর বাজার শাখার সহযোগিতায় স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার ৫৪ জন ভোটার সদস্যের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং বালুচর বাজার শাখার পরিচালক সাজ্জাদ নুর এর উপস্থিতিতে ১২ টি পদে ১৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহামুদুর রহমান (উজ্জ্বল) সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পারভেজ গাজী নির্বাচিত হন।

অন্যান্য নির্বাচিতরা হলেন সিনিয়র সহসভাপতি আল ইমারান সহসভাপতি মেহেদী হাসান সহসভাপতি দিদার মোল্লা সহসভাপতি ইমরান চৌধুরী সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক বাউল সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন (শাওন) সহসাংগঠনিক সম্পাদক শান্ত খান কোষাধ্যক্ষ মো: হৃদয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আকাশ দপ্তর সম্পাদক আল জাবের প্রচার সম্পাদক মো: সাইফুল শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক মিয়া সংস্কৃতি বিষয়ক সম্পাদক পায়েল গাজী।

নির্বাচন কমিশনার কে সহায়তা করেন আন নুর প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক জাহাঙ্গীর আলম জাহিদ, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি আরিফ হোসেন হারিছ,ইউথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাইজিদ খান।

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ১ আসনের এমপি মাহী বি চৌধুরীর প্ল্যান-বি এর প্রধান সমন্বয়কারী সিরাজদিখান উপজেলা শাখার মোঃ সাইফুল ইসলাম পিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক তরিকুল ইসলাম ,শিক্ষক সুমন মিয়া,শিক্ষিকা নারগিস সুলতানা আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Back to top button