Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি ,খাগড়াছড়ি  :
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

১৫ নভেম্বর ২০২৩ ,বুধবার সকালে পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিন্দুকছড়ি জোনের জোন অধিনায়ক সৈয়দ পারভেজ মোস্তফা  পিএসসি, জি।

 

সভায় মতামত প্রকাশ করেন ,মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনচারুল করিম , গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, শহীদ লেঃ মুশফিক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার, মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ সফিকুর রহমান, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোকতাদের হোসেন প্রমুখ।

 

 

এ সময় সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদক দ্রব্য, চোরাচালান, যানবাহনে এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।

 

 

খাগড়াছড়ি জেলার  মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনচারুল করিমকে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট  প্রদানের মাধ্যমে সভার সমাপ্তি করেন।

 

 

মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় সিন্দুকছড়ি জোনের আওতাধীন এলাকার বিভিন্ন পদস্থ কর্মকর্তা, হেডম্যান, কার্বারী, ইউপি সদস্যগন,গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button