সিংগাইরে ব্রিটানিয়া গার্মেন্ট প্যাকেজিংয়ে বেতন-বোনাসের দাবীতে শ্রমিক অসন্তোষ
মাসুম বাদশাহ,সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জায়গীর এলাকায় ব্রিটানিয়া গার্মেন্ট প্যাকেজিংয়ে বেতন-বোনাসের দাবীতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১১ টার দিকে ওই ফ্যাক্টরীর শ্রমিকরা তাদের পাওনা আদায়ের দাবীতে প্রতিষ্ঠান সংলগ্ন হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে।
প্রত্যক্ষদর্শী ও নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলমান করোনা পরিস্থিতিতে ১ ঘন্টা অতিরিক্ত ডিউটি করার পরও মাসের অর্ধেক বেতন ও বোনাস না দেয়ার ঘোষনা দেন ফ্যাক্টরী কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। প্রতিষ্ঠানটির প্রায় ৪ শতাধিক শ্রমিক আঞ্চলিক মহাসড়কে নেমে ইট-পাটকেল জড়ো করতে থাকে। এ সময় সিকিউরিটি গার্ডরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাৎক্ষনিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান জামিল আহম্মেদ ঘটনাস্থলে এসে শ্রমিকদের ফ্যাক্টরীর ভেতরে নিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিষ্ঠানের অভ্যন্তরে মালিক ও শ্রমিকপক্ষের আলোচনা চলছিল।
ব্রিটানিয়া গার্মেন্ট প্যাকেজিং এর চেয়ারম্যান জামিল আহম্মেদ বলেন, ভূল বোঝাবুঝি হয়েছিল । বিষয়টি সমাধান হয়েছে। শ্রমিকরা যার যার কাজে ফিরে গেছে। এ ব্যাপারে এএসপি (সিংগাইর সার্কেল) মোঃ আলমগীর হোসেন ও সদ্য যোগদানকারী ওসি রকিবুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।