Breakingঅপরাধসারাদেশ

সিংগাইরে চোরাই গরু সহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সিংগাইর ,মানিকগঞ্জ  :
মানিকগঞ্জের সিংগাইরে চোরাই গরু উদ্ধার সহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।

 

২০ জুলাই ২০২৩ ,বৃহস্পতিবার দুপুরে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

 

গ্রেপ্তারকৃরা উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ডাউটিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে বাবু (২৫) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার হযরতপুর রসুলপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে রাসেল(২৫)।

পুলিশ জানায় , উপজেলার ফতেপুর এলাকার হায়দার আলীর বসত বাড়ির উত্তর ভিটির টিনের ছাপড়ার গোয়াল ঘরের তালা ভেঙ্গে গত সোমবার দিবাগত রাতে একটি ষাড় গরু চুরি হয়। বিষয়টি থানা পুলিশ অবগত হলে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির সহায়তায় ওই এলাকা হইতে চুরি যাওয়া ষাড় গরু উদ্ধারসহ চুরির সাথে জড়িত সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেন পুলিশ।

 

এ ব্যাপারে ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন,এ ঘটনায় চুরি মামলা হয়েছে। আসামীদ্বয়কে পুলিশ রিমান্ড পাওয়ার আবেদনসহ বৃহস্পতিবার বিকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

Related Articles

Back to top button