Breakingঅপরাধসারাদেশ

সাতকানিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সাতকানিয়া (চট্টগ্রাম) : দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় একটি চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জহির উদিনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

২ অক্টোবর শুক্রবার ভোরে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। জহির বাজালিয়া বড়দুয়ারা, ৭ নং ওয়ার্ডের ওসমান গনির ছেলে। ।

সাতকানিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ২০১৮ সালে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় চেক প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় মোঃ জহির উদ্দিনের  বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button