চেঙ্গী দর্পন প্রতিবেদক, সাতকানিয়া, চট্টগ্রাম : আধুনিক ব্যংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে সাতকানিয়া উপজেলার কেরানীহাটে গ্লোবাল ইসলামী ব্যাংকে ৯০ তম নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।
২৩শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় ভার্চ্যুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত প্রধান অতিথি হিসেবে কেরানীহাট ও কুমিল্লা সদরে দুটি শাখাটি উদ্বোধন করেন। এসময় ভার্চ্যুয়া প্লাটফর্মে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক সামি করিম সহ ব্যংকের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত সেবার ম্যাধ্যমে গ্লোবাল ইসলামি ব্যংক দেশে ও দেশের বাইরে তারসকিয়তা বজায় রেখে অত্যান্ত দ্রততার সাথে শাখা, উপ শাখা সম্প্রসারন করা হবে ।
উদ্বোধনী অনুষ্ঠানে কেরানীহাট শাখা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, গ্লোবাল ইসলামী ব্যাংক নাসিরাবাদ শাখার ব্যবস্থাপক ভি.পি মোহাম্মদ নাসির উদ্দীন, দোহাজারী শাখার ব্যবস্থাপক পি.ও আহমদুর রহমান, খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক এস.এ. ভি.পি মোক্তার আহমেদ, বান্দরবান শ্রমিক লীগের সভাপতি মোঃ মুছা কোম্পানি, সাতকানিয়া ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল আলম, কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান মনির আহমদ, কেরানীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক মনজুর আলম।