সাতকানিয়ায় ইয়াবা সহ গ্রেপ্তার ১
চেঙ্গী দর্পন প্রতিবেদক, সাতকানিয়া, চট্টগ্রাম : সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছে থাকা ৯শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
৫ অক্টোবর ২০২২ বুধবার রাত সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের ঠাকুর দীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশনের সামনে যাত্রী বাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ আবছারকে আটক করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, গত বুধবার দিবাগত রাত সাড়ে বার টার দিকে মহাসড়কের ছদাহার ঠাকুরদীঘির হাজী ছগির আহমদ অটোগ্যাস স্টেশনের সামনে ঢাকাগামী দূরপাল্লার যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৯০০ ইয়াবা সহ মোঃ আবছার উদ্দিন (২২) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।