সাতকানিয়ায় অস্ত্রসহ ১৩ মামলার পলাতক আসামী গ্রেফতার
চেঙ্গী দর্পন প্রতিবেদক, সাতকানিয়া, চট্টগ্রাম : হত্যা, অস্ত্র, মাদক সহ ১০ মামলা ও ৩ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে (৪২) গ্রেফতার করেছে।
২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানা এলাকার রেইচার গোয়ালিয়া ঘোনা এলাকা হইতে তাকে গ্রেফতার করা হয়।
সে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মতলব চেয়ারম্যান বাড়ীর শামসুল ইসলামের ছেলে। সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক ওসি( তদন্ত) সুজন কুমার দে মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যা, অস্ত্র, মাদক সহ ১০ মামলা ও ৩ মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী দেলোয়ার হোসেন বান্দরবান জেলার সদর থানার রেইচা ২ নং ওয়ার্ডের দোলিয়া বাগ গোয়ালিয়া ঘোনা এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ ও তাহার দেখানো মতে খাগরিয়ার বসতঘর সংলগ্ন পূর্ব পাশে পরিত্যাক্ত কক্ষের ভিতরে উত্তর পূর্ব কোনে লাকড়ীর ভিতর হইতে ১টি দেশীয় তৈরী এলজি উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ওসি( তদন্ত) সুজন কুমার দে অস্ত্রসহ ১৩ মামলার আসামী দেলোয়ার হোসেনকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে অস্ত্র আইনের মামলা রুজু করা হয়েছে।