সাতকানিয়ায় পেঁপে গাছের সঙ্গে শত্রুতা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, সাতকানিয়া , চট্টগ্রাম : জেলার সাতকানিয়ায় শত্রুতার জেরে রাতের আঁধারে এক বর্গাচাষীর প্রায় ৭০টি ফলন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের অন্তত প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের বহনা দীঘির উত্তর পাশে এ ঘটনা ঘটে। গাছ কাটার ঘটনায় বুধবার ১৯ অক্টোবর) সকালে দুজনের নাম উল্লেখ করে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষক মোহাম্মদ সাহাব মিয়া।
থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, ছদাহা রোয়াজির পাড়ার আব্দুল হাকিমের ছেলে কৃষক মোহাম্মদ সাহাব মিয়া ছয় মাস আগে ১০ শতাংশ জমি লিজ নিয়ে পেঁপে চাষ শুরু করেন। জমিতে ১২০টি রেড লেডি জাতের চারা রোপণ করেন । কয়েক মাস ধরে বাগান থেকে পেঁপে বিক্রিও শুরু করেন। গত সোমবার রাতে বাগান থেকে পেঁপে চুরি হয়। পেঁপে চুরির জন্য অভিযুক্ত করা হয় নুনু চৌধুরী পাড়ার বাসিন্দা মোহাম্মদ জহিরকে (৪০)। ঘটনার দিন সন্ধ্যায় মিঠাদীঘি বাজারে একটি সালিশী বৈঠকে জহিরকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভোর রাতে জহির আরো কয়েক জন মিলে তার পেঁপে গাছগুলো কেটে ফেলেছে অভিযোগে উল্লেখ করা হয়।
কৃষক সাহাব মিয়া বলেন, বাগান থেকে পেঁপে চুরি করার সময় লোকজন দেখে ফেলে। পরে বিচারের মাধ্যমে তাকে জরিমানা করলে ক্ষোভে ভোর রাতে তার ভাই মোহাম্মদ নাছিরসহ লোকজন নিয়ে বাগানে পেঁপে গাছ গুলো কেটে ফেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছবুর চৌধুরী বলেন, কৃষকের পেঁপে গাছ কেটে ফেলার বিষয়টি শুনেছি। তবে আমাকে কোন পক্ষ জানাইনি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ছদাহা এলাকায় এক কৃষকের পেঁপে গাছ কেটে ফেলার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।