সাতকানিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চেঙ্গী দর্পন প্রতিবেদক, সাতকানিয়া ,চট্টগ্রাম :
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ একটি দেশীয় তৈরি সহ এক যুবককে গ্রেপ্তার করেছে।
১০ মার্চ ২০২৩ শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেরানি হাটের উত্তরে খুনি বটতল এলাকা থেকে পুলিশ জামাল হোসেন (২৫) গ্রেপ্তার করে। জামাল উত্তর ঢেমশার চৌধুরী হাট মজুর বরবাড়ীর মোবারক হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম মহাসড়কের খুনি বটতল এলাকায় তল্লাশি চৌকি বাসায়। এ সময় এক যুবক যাত্রী সেঁজে একটি সিএনজি অটোরিকশায় কাপড়ের ব্যাগের ভেতর করে দেশীয় তৈরি এক নলা বন্দুক (এলজি) ও ২ রাউন্ড কার্তুজ নিচ্ছিল। পুলিশ অটোরিকশাটিকে থামানোর সংকেত দিলে যুবকটি গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাঁকে অস্ত্র-গুলিসহ আটক করে।
সাতকানিয়ায় থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, একটি দেশীয় তৈরি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।