Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

সাজেকে পাঁচদিন ব্যাপী বৈসাবি উৎসব শুরু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, বাঘাইছড়ি , রাঙ্গামাটি  :
জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত উপজাতীদের প্রধান সামাজিক উৎসব বৈসুক-সাংগ্রাই- বিজু- বিহু উপলক্ষে পাঁচ দিন ব্যাপী বৈসাবি উৎসব শুরু হয়েছে ।

 

৭ এপ্রিল ২০২৩ শুক্রবার সকালে উদ্বোধনী অনুষ্টানে স্থানীয় তরুন তরুনীরা নিজ নিজ সম্প্রদায়ের পোষাক পড়ে অংশ গ্রহন করে ।

৫দিন ব্যাপি আয়োজিত মেলার আনুষ্ঠানিকতা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ৪,৫,৬ নং সংরক্ষিত ইউপি মহিলা সদস্য সুমিতা চাকমা সহ আমন্ত্রিত অতিথিগন।

উদ্বোধনের পর স্থানীয় নৃত্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ উপজাতীয় নৃত্য পরিবেশন করা হয়।

 

মেলা উদ্বোধনী সভায় সাধন কুমার চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা, দয়াধন চাকমা (কালাকচু) সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের অন্য ৬১টি জেলার থেকে ভিন্ন, এখানে নানান জাতি গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে। বৈসাবি পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রধান সামাজিক উৎসব। এদিনে আমরা পুরানো দিনের সকল দুঃখ কষ্ট ভুলে বড়দের আর্শীবাদ নিয়ে নতুন বছর নতুন করে শুরু করি। তাই এদিন গুলো হয় আমাদের সকলের মিলন মেলা। সাজেক ইউনিয়নের মানুষ এখন অনেক পিছিয়ে পড়া জনপদ শিক্ষা দিক্ষায় ও অবকাঠামো দিকে আমরা এখন অনেক পিছিয়ে পরা বলে মন্তব্য করেন।

 

এছাড়া পাঁচ দিনব্যাপী মেলায় ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠা উৎসব, পাহাড়িদের ঐতিহ্যবাহী যন্ত্র সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠিত হবে। পাঁচদিন ব্যাপি এ মেলা আগামী ১৪এপ্রিল শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

 

অনুষ্টানে সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা বলেন বিজু আমাদের সকলের একটি আনন্দের দিন এই দিনটিতে আমরা সকলেই পরিবার পরিজন নিয়ে সুখে দুখে আনন্দ ভাগাভাগি করি এবং আমাদের জাতীয় সাংস্কৃতি তুলে ধরার চেষ্টা করি। তিনি আরো বলেন আমাদের যে পাহাড়িদের ঐতিহ্য সংস্কৃতি রয়েছে তা যেন আমাদের ভবিষৎ প্রজন্মরা শিখতে পারে সেভাবে আমাদের চলতে হবে।

 

অনুষ্টানের শেষ পর্যায়ে উপজাতীয়দের ঐতিহ্যবাহি দুদুক,ঘিলা খেলা, নাদেং হারা সকালের অনুষ্টান শুরু হয়। এছাড়াও অনুষ্টানে ২০ টি খেলাধুলার আয়োজন করেছে আয়োজক কমিটি ।

Related Articles

Back to top button