Breakingদুর্ঘটনাপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

সাজেকের উদয়পুর সীমান্ত সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৯ শ্রমিক নিহত, আহত ৭

স্টাফ রিপোর্টার ,  খাগড়াছড়ি :
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলাধীন ৩৬ নং সাজেক ইউনিয়নের সাজেক-উদয়পুর রোডের ৯০ ডিগ্রি নামক এলাকায় ২০ ইসিবির নির্মাণ শ্রমিক বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুঘটনায় ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে । আহত ৭ জন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসা চলছে ।

 

সাজেক থানার সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৪ এপ্রিল ২০২৪ , বুধবার বিকাল আনুমানিক সাড়ে তিনটা হতে ৪টার দিকে সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি নামক স্থানে এই ঘটনা ঘটে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে গেলে গাড়ী দুমড়ে মুচড়ে যায়। সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা তাদের উদ্বার করে। বিকালে দূর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে।

 

দুর্ঘটনায় আক্রান্তদের রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একটি ট্রাকে ৭ জন ও অপর একটি জীপে করে আরো ৩জন সহ মোট ১০ জনকে কে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আনা হয়েছে।

 

হাসপাতালে আনার পর কর্তৃব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় এনিয়ে ৯ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কিশোরগঞ্জে আব্দুল মোহন (১৬),মোঃ বাবু (২০),গাজীপুর টঙ্গীর মোঃ সাগর,গাজীপুর কাপাসিয়ার মোঃ অলি উল্লাহ। বাকি ৫জনের নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।

 

 

খাগড়াছড়ি সদর হাসপাতালে বাকি ৭ জনের চিকিৎসা চলছে। তার মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক। আহতরা হলেন- কুড়িগ্রাম থেকে আবজাল মিয়ার ছেলে মোঃ লালন মিয়া(১৮),ময়মনসিংহ আবুল হাশেমের ছেলে মোঃ লালন(১৭),মোঃ সামিউল উদ্দিন(১৯),গাজীপুরের মোঃ আহির উদ্দিন, ময়মনসিংহের গৌরীপুর ময়লাকান্দার মোঃ জাহিত হাসান,মোঃ মোবারক হোসেন।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি আহতদের ৫জনের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তবে,এদের অধিকাংশের বাড়ি কিশোরগঞ্জ, কুড়িগ্রাম ও গাজিপুর বলে জানা গেছে।

 

এদিকে দূর্ঘটনায় সবচেয়ে কম আহত মো: লালন (১৮) জানান, তারা সীমান্ত সড়কের একটি ব্রিজের কাজ করার জন্য নির্মান শ্রমিক হিসেবে গাজিপুর থেকে যাচ্ছিল। ট্রাকটি দূর্ঘটনা কবলিত হলে ট্রাকের চালক সহ ১৩/১৪ শ্রমিকের সবাই আহত হয়। এর মধ্যে কয়েকজন ঘটনাস্থলে নিহত হয়েছে বলে দাবী তার।

Related Articles

Back to top button