চেঙ্গী দর্পন প্রতিনিধি ,সাতকানিয়া (চট্টগ্রাম) : সাতকানিয়ায় সাঙ্গু নদীতে মধ্যরাতে ভেসে এসেছে অজ্ঞাত এক যুবকের লাশ। ( ৩০ জুলাই) বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের বোমাংহাট এলাকায় একটি লাশ বান্দরবানের দিক থেকে ভেসে এসে নদীর তীর রক্ষা বাঁধ সিসি ব্লকে আটক যায়। ব্লকে কিছুক্ষণ আটকে থাকার লাশটি পানির স্রোতে ভোর বাজারের দিকে নেমে যায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মোস্তাক আহমদ জানান, রাতে লোকজন নদীর পাড়ে বসে আড্ডা দেওয়ার সময় পানিতে একটি লাশ ভাসতে দেখেন। পানির স্রোতে লাশটি ভেসে এসে বোমাংহাট বাজার এলাকায় ব্লকে কিছুক্ষণ আটকে থাকে। পরে পানির স্রোতে ভোর বাজারের দিকে ভেসে যায়। লাশটি দেখতে নদীর পাড়ে স্থানীয় লোকজন ভিড় করে। লাশটির গায়ে আকাশি কালারের শার্ট ও কালো রংয়ের প্যান্ট পরা রয়েছে। এ বিষয়ে সাতকানিয়া থানা পুলিশকে জানানো হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, বাজালিয়ার বোমাংহাট এলাকায় সাঙ্গু নদীতে ভেসে আসা অজ্ঞাত একটি লাশ দেখতে পেয়েছেন বলে খবর পেয়েছি। সেখানে লাশটি উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।